ইসলামিক এসএমএস
ঐ সকল নারী জাহান্নামী,
যারা কাপড় পরেও উলঙ্গ থাকে।”
—বিশ্বনবী হযরত মোহাম্মদ(সঃ) ..!
এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.
জান্নাতের নেটওয়ার্ক হল "ইসলাম",
: : : সিম হল "ঈমান"। : : : বোনাস হল "রমযান",
: : : রিচার্জ হল "নামাজ", : : আর হেলপ লাইন হল"কোরআন"
পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে
সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..
... (হযরত আলী রাঃ)
“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।”
_______ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
"তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়।"
[হযরত আলী (রহঃ)]"
পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন , যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে "।
_________হযরত মুহাম্মদ (সাঃ)
'মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত''
-----------হযরতমোহাম্মদ (সাঃ)
মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।
___ হযরত আলী (রাঃ)
“এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”
______বিশ্বনবী হযরত মোহাম্মদ
ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু,
মৃত্যু তার চেয়েও নিকটে”
---বিশ্বনবী হযরত মুহাম্মদ
ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান, যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে,
আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে।
-------------হযরত আলী (রাঃ)
হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে ,
যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে ।
--- ইবনুল খাতীব
“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।”
_____বিশ্বনবী হযরত
"ধংস তার জন্য, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না।"
— আল কুরআন
সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।
___(আল হাদিস)
'লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)'' .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
সম্পদ তোমাকে পাহারা দিতে হয়,
কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।"
_____-হযরত আলী
সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা ।। সে মাকে কখন কস্ট দিওনা ।
___________মহানবী (সাঃ)
জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে ,
বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে ।
_______হযরত আলী