1. Home
  2. /
  3. বাংলা এসএমএস
  4. /
  5. বোকা বানানোর এসএমএস

বোকা বানানোর এসএমএস

Administrator 7 years ago

"হিমালয়"থেকে নয়.ওই দুর "আকাশ"থেকেও নয়."সাত সাগর"13 নদীর"ওপার থেকে ও নয়.এই "হৃদয়ের"গভীর থেকে বলছি,ভিশন 'ঠান্ডা'লাগতাছে!

Administrator 8 years ago

তোমার জন্যে হতে পারি ভ্যানের ওই ঝালমুড়ি ওয়ালা।
তোমার জন্য হতে পারি
রাস্তার পাশের আঁচারওয়ালা।
ফ্রীতে দিবো ঝালমুড়ি আর ফ্রীতে দিবো আঁচার।
ভালো যদি না বাসো তবে দিবো আছাড়।

Administrator 8 years ago

এইযে ভাইয়েরা শুনছেন,
আপনারা সবাই
গরু.
ছাগল.
ভেড়া.
মহিষ.
গাধা.
শুকোর.
বানর.
কুকুর.
@
@
@
@
@পালন করিবেন ।

Administrator 9 years ago

সবাই রাতে দেয়, কেও সময় পেলে দিনেও দেয়,
টানা ১ ঘন্টা আবার ২ ঘন্টা ও দেয়, কেও কেও সারা রাত দেয়,
কেও আবার সকালেও দেয়!
দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় । ......
.
.
.

এভাবেই সবাই মোবাইল চার্জ দেয়! হে হে হে ।"

Administrator 9 years ago

অনেক মেয়ে "মুলা" দিয়ে করে,
আবার অনেক মেয়ে "গাজর" দিয়ে ও করে,
আবার অনেক মেয়ে "শষা" দিয়ে ও করে।
আবার সব কিছু একসাথে দিয়ে ও করে।
কি করে জানো ?? আরে সালাদ তৈরী করে।

Administrator 9 years ago

দু হাত বাড়িয়ে আকাশ পানে চাও,
নিজেকে পাখি মনে হবে।
জোছনা রাতে চাঁদের পানে চাও,
নিজেকে পরি মনে হবে।
মাটির সবুজ ঘাসের পানে চাও,
নিজেকে ছাগল মনে হবে।

Administrator 9 years ago

চাই না আমি "শাকিব খান" এর প্রিয়া,
চাই না আমি নায়িকা "ঐশরিয়া"
চাই আমি তোমার মত

এক্সপার্ট "কাজের বুয়া"। কি হবেনা??

Administrator 9 years ago

আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম।
রাতে ঘুমের ঘোরে দেখলাম আমাকে চুমু দিচ্ছে।
আমি সহ্য করতে না পেরে
উঠে মশা মেরে আবার ঘুমিয়ে পড়লাম।
আপনারা কি ভেবেছিলেন??

Administrator 9 years ago

সে আসলো, আমার উপর বসলো,
আমাকে জড়িয়ে ধরলো, পরে কামর, চুমু দিল।
তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল।
খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর।

ঐটা একটা মশা ছিল।

Administrator 9 years ago

রোগ হলে ডাক্তারের কাছে যাও।
কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে।
ঔষধ কেনো, কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে।
কিন্তু তুমি ঔষধ খেওনা,,
কারণ তোমাকেও বাঁচতে হবে।

Administrator 9 years ago

যখন তোমার একা লাগবে,
তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না,
দুনিয়া টা ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে এসো।
. . তোমাকে চোখের ডাক্তার দেখাবো।

Administrator 9 years ago

ফুলের মাঝে ভ্রমর আসে,
নদীর ওপর নৌকা ভাসে,
শিশির নাচে সবুজ ঘাসে,
রাতের মাঝে জোছনা হাসে।

আর কিছু মেয়েদের ভালোবাসায় ফরমালিন আছে।

Administrator 9 years ago

অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি।
অসম্ভব কিছু ভালো লাগা, হয়তো বা কষ্টের ভয়,
একাকীত্ব নিরবতা।

এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।

Administrator 9 years ago

তুমি আসবে বলেই ,
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয় নি
তুমি আসবে বলেই ,
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝড়ে যায়নি।
তুমি আসবে বলেই ,
অন্ধ কানাই বসে আছে গান গায়নি
তুমি আসবে বলেই ,
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি।

Administrator 9 years ago

বেশিরভাগ মানুষ রাতে করে,
কেউ কেউ আবার দিনেও করে।
কেউ টানা ত্রিশ মিনিট করে,
কেউ কেউ আবার এক ঘন্টা ও করে।
কেউ সারারাত করে,

এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে।

Administrator 9 years ago

এইযে ভাইয়েরা শুনছেন,

কুকুরের বাচ্চারা,
শুয়োরের বাচ্চারা,
বানরের বাচ্চারা,
গাধার বাচ্চারা,
বিড়ালের বাচ্চারা,
শেয়ালের বাচ্চারা যদি কামরায়,

তবে কোন মলম লাগাবেন জানেন?

Administrator 9 years ago

(হ্যাঁ/না) দিয়ে নিচের শূন্যস্থান পুরণ কর।

1/--- আমি মানুষ না।
2/--- আমি ফাজিল।
3/--- আমার মতো পাগল আর নাই।
4/--- আমি বেকুব।
5/---আমি গাধা।

Administrator 9 years ago

যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা।
যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম।
যেখানে প্রেম, সেখানেই ব্যাথা।
আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।

Administrator 9 years ago

কি দিন আইছে রে, বাতাস বইতেছে,
পাখি গান গাইতেছে, গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর আবালটায় এস.এম.এস পড়তাছে।

Administrator 9 years ago

ওরে মন কথা শোন, যাবি চলে বান্দরবন,
বানরের মত সবাই ঝুলবি নাকি বল?
ওরে বাঁচাও আমায়, একটা বানর আমার পিছু নিয়েছে।
সেই বানরতা এস এম এস পড়তেছে।