1. Home
  2. /
  3. বাংলা এসএমএস
  4. /
  5. মনে পরার এসএমএস

মনে পরার এসএমএস

Administrator 7 years ago

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশাপাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছেমিছি,
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর sms দিতাম।

Administrator 7 years ago

মনেরই নীল খামে,প্রথম চিঠি তোমার নামে।তাও আবার মনে মনে,পাঠিয়েছি মোবাইল ফোনে,পড়ে দেখ শেষ লাইন,মিস করছি all time , I MISS You....

Administrator 8 years ago

তুমি অনেক লাকি ?
কারণ তোমায় মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না ??
যদি যেতো তাহলে তুমি কখনো ঘুমাতে পারতে না।

Administrator 9 years ago

কখনো জানতে চাওনী কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে কেন বুঝনা
আমি তোমায় কতটা মিস করি.

Administrator 9 years ago

বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।

Administrator 9 years ago

বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?

miss you……

Administrator 9 years ago

ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে, তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার
তোমাকে মনে পরে কেনো ?

Administrator 9 years ago

মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই,
কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই।
রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।

"-- মনে পরে তোমায় --"

Administrator 9 years ago

একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি ¤
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤
বর্ষার কাব্য লাগেনা যে ভালো ¤

কেন বার বার তোমাকে মনে পড়ে বলো¤

Administrator 9 years ago

মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন.
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও মিস করব তোমায় জীবন ভর.

Administrator 9 years ago

টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে
আজ সারা দিন ধরে
____ বিসন্ন ভাবনায় কাটে না সময়,
তাকে শুধু মনে পরে____

Administrator 9 years ago

তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে তবে
আমাকে একা ফেলে চলে যেতে না

I Miss U_____

Administrator 9 years ago

তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি নাই... I miss u

Administrator 9 years ago

গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,
মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে.

'I miss you"

Administrator 9 years ago

মাঝে মাঝে তোমার কথা ভেবে
আমার চোখে পানি এসে পড়ে
... এতটা miss করি তোমাকে ...
আবার সাথে সাথে যখন তোমার সাথে
কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,,
তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি....

"I miss U"

Administrator 9 years ago

জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা

''অনেক মিস করে তোমায়"।

Administrator 9 years ago

প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা,
তোমার জন্য আমার এতো ব্যাকুলতা।
হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে।
মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে।
কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে,
আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে।
তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে।
শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।

___মিস ইউ___

Administrator 9 years ago

আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই,
হায় হৃদয়ের ঋন শুধু হৃদয়ে বাড়াই ,
মনে কি পরে না স্মৃতির ফুল তোলা,
সোনালী সুতোয় বোনা হারানো সে দিন,
মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি,
মনে কি পরে না,মনে কি পরে না......

Administrator 9 years ago

এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখন ও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি.....

___আই মিসস ইউ___

Administrator 9 years ago

যখন তোমাকে খুব মিস করি,,
তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,,
দুজনে এক আকাশের নিচেই তো আছি....


"-- মনে পরে তোমায় --"