1. Home
  2. /
  3. বাংলা এসএমএস
  4. /
  5. শুভ রাত্রি এসএমএস

শুভ রাত্রি এসএমএস

Administrator 8 years ago

সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে ।

#শুভ_রাত্রি

Administrator 9 years ago

যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায়
তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই
তোমায় রাজ কন্যার মত দেখি ...
-- শুভ রাত্রি --

Administrator 9 years ago

আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?

নিশ্চুপ গভীর মায়ায়? --শুভ রাত্রি--

Administrator 9 years ago

আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন ।
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন ।
নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো ।

**শুভ_রাত্রী**

শুভ রাত্রি এসএমএস

Administrator 9 years ago

আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে
পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.

এটাই হল ভালবাসা. "শুভ রাত্রি"

Administrator 9 years ago

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে
দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?

" শুভ রাত্রি "

Administrator 9 years ago

নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত....

*-+-*শুভ রাত্রি*-+-*

Administrator 9 years ago

ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইত জানাই এবার

[[>শুভ রাত্রী<]]

Administrator 9 years ago

রাত শুধু আধার নয়, একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পর, ভাল থেক।

-"শুভ রাত্রি"-

শুভ রাত্রি এসএমএস

Administrator 9 years ago

জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমাদের "শুভ রাত্রি"।

Administrator 9 years ago

রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তোমায় ছাড়া।

.......¤¤¤শভ রাত্রি ¤¤¤........

Administrator 9 years ago

রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্রিতির মোড়ক খোলা।
রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।

Administrator 9 years ago

"Twinkle Twinkle" লিটিল স্টার সময় হলো ঘুমাও
এবার মশার সাথে করো ফাইট আজকের মতো

"Good night "

Administrator 9 years ago

আজকের এই উত্তাল রাতে, আকাশের
পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে,
মন কে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

শুভ রাত্রি এসএমএস

Administrator 9 years ago

নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি।
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে আড়ি...

--শুভ রাত্রি--

Administrator 9 years ago

সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো,
কোন সুখের আশায় আমার এই রাত জাগা
কেন মন আজ দিশে হারা।

--শুভ রাত্রি--

Administrator 9 years ago

আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন।
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।
নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর তোমরাও থেক ভালো।

**শুভ_রাত্রী**

Administrator 9 years ago

স্বপ্ন মানে বাতির খেলা !!
স্বপ্ন মানে ভালোবাসা !!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা !!
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী !!
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভ রাত্রি!!

Administrator 9 years ago

বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে...
ওদিক থেকে ঘুমের একটি হাওয়া বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে....
কিন্তু দায়িত্ত্ব আর অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না..

--শুভ রাত্রি--

শুভ রাত্রি এসএমএস

Administrator 9 years ago

কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন
বাধে । কিছু মানুষ আধার রাতে , চাঁদের
সাথে কথা বলে । কিছু মানুষ দুঃখ পোষে,
কিছু মানুষ কষ্ট খোঁজে । কিছু মানুষ জোছনা
রাতে, একাকী হয়ে চোখের জল ফেলে ।

-- শুভ রাত্রি --